মণিরামপুরে পৃথক ঘটনায় দুই শিশুর করুন মৃত্যু

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
মণিরামপুরে পৃথক ঘটনায় দুই শিশুর করুন মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় নিহতদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে পড়েছে। জানা গেছে, রোববার সকালে ইয়াসমিন খাতুন নামে এক বছরের শিশু কন্যা পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার মাছনা গ্রামের ইয়াসিন আলীর মেয়ে। ঘটনার দিন সকালে ইয়াসমিন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিলো। খেলার এক ফাঁকে সে পা পিছলে পুকুরে পড়ে যায়।  এলাকাবাসী ইয়াসমিনকে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা.শুকদেব কুমার তাকে মৃত. ঘোষনা করেন। অপর দিকে, বিদ্যুৎস্পৃষ্টে দুই বছর বয়সী মুনতাহীন বিল্লাহ নামে এক শিশু পুত্রের করুন মৃত্যু হয়েছে। সে উপজেলার শ্যামকুড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ঘটনার দিন তার মা রুবাইয়া খাতুন শিশু পুত্রকে ঘরের বারান্দায় রেখে বিদ্যুৎ চালিত মেশিনে ধান ঝাড়ছিল। এ সময় খেলার ছলে বারান্দায় ঝুলিয়ে রাখা মাল্টিপ্লাগে আঙ্গুল ঢুকালে বিদ্যুৎ স্পৃষ্টে সে সটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শুকদেব কুমার তাকে মৃত. ঘোষনা করেন। এ দিকে দুই শিশু করুন মৃত্যুতে তাদের পরিবারের স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে পড়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে