নওগাঁর আত্রাই থানাপুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরের বাড়ী থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গত ১৪ মার্চ রাতে নওগাঁর আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলীর গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় জরিত থাকার অভিযোগে ছোটন প্রামানিক (৩৭) নামে একজনকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য মতে বগুড়ার কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের বিএনপি নেতা আব্দুল গফুর শাহার বাড়ী থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় গ্রেফতার ছোটনকে রোববার আদালতে প্রেরণ করেছে। গ্রেফতার ছোটন আত্রাইয়ের মনিয়ারী ইউনিয়নের দিঘীর পার গ্রামের মৃত রওশন আলীর ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান,গত ১৪ মার্চ রাতে উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলীর বাড়ীর গোয়াল ঘর থেকে আটটি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় গরুর মালিক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অনুসন্ধানে নামে পুলিশ। এর পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপার গ্রামের মৃত রওশন আলীর ছেলে ছোটন প্রামানিককে শনিবার সন্ধায় দিঘীরপার বাজার থেকে আটক করে। রাতে তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে গরু চুরির সাথে সরাসরি জরিত থাকার কথা শিকার করে। এর পর ছোটনের দেয়া তথ্য মতে রাতেই তাকে সাথে নিয়ে বগুড়ার কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল গফুর আলীর (৪০) বাড়ীতে অভিযান পরিচালনা করেন। সেখানে গফুরের গোয়াল ঘর থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করে পুলিশ। তবে ১৩টি গরুর মধ্যে নৈদিঘী থেকে চুরি যাওয়া ৫টি গরু রয়েছে। কিন্তু অবশিষ্ঠ আরো ৮টি গরুর মালিককে এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি সাহাব উদ্দীন। তিনি আরো বলেন, আব্দুল গফুর কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। গ্রেফতার ছোটনের বিরুদ্ধে আগের আরো একটি চুরি মামলা রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরা বলেন,রোববার দুপুরে ছোটনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং জরিতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আব্দুল গফুরের গোয়াল ঘর থেকে চোরাই গরু উদ্ধার এবং আব্দুল গফুর অত্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জানিয়ে কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ মোবাইল ফোনে জানান,ইতি মধ্যে গফুরকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।বিকেলের মধ্যেই বহিস্কার কার্যকর হবে বলে জানান তিনি।
উল্লেখ্য,গত ছয় মাসে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৪৩টি গবাদি পশু চুরির ঘটনা ঘটেছে। এর পর থেকে চুরি যাওয়া গরু উদ্ধার এবং জরিতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ।