ঈদে যাত্রী নিরাপত্তায় সৈয়দপুর রেল পুলিশের বিশেষ ব্যবস্থা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০১:৪২ পিএম
ঈদে যাত্রী নিরাপত্তায় সৈয়দপুর রেল পুলিশের বিশেষ ব্যবস্থা

ঈদযাত্রায় ঘরমুখো ট্রেন যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে পশ্চিম রেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ। রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে চলাচলরত সব ট্রেন ও রেলওয়ে স্টেশনে অপরাধ রোধে গ্রহণ করা হয়েছে এ বিশেষ নিরাপত্তা। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পাঁচ থানা ও পাঁচ পুলিশ ফাঁড়ির অধীনে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ৪শ পুলিশ সদস্য। এসব পুলিশ সদস্যরা প্লাটফরম ও ট্রেনে অজ্ঞান পার্টি,পকেটমার,চুরি-ছিনতাই ও নাশকতাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ঈদের পর ৪ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

 সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার দফতর সূত্র জানায় সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের আওতায় উত্তরের ৮ জেলার সঙ্গে রেলপথ যুক্ত রয়েছে। জেলার মধ্যে রয়েছে রংপুর,দিনাজপুর, নীলফামারী,লালমনিরহাট,কুড়িগ্রাম,গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়। এসব জেলার মধ্যে অবস্থিত প্রতিটি রেলওয়ে জংশন ও স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সুপার ফরহাত আহমেদ জানান, রেলওয়ে জেলা পুলিশের আওতাভুক্ত ট্রেন যাত্রীদের নিরাপত্তায় মাঠপর্যায়ে পুলিশের জনবল ৯৪ ভাগ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রেলপথের সঙ্গে যুক্ত রংপুর বিভাগের ৮টি জেলার পুলিশ সুপারকে বার্তা দিয়ে যাত্রীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি অবহিত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে