কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম প্রধান অতিথি হিসাবে দুর্নীতি দমন বিরোধী দিবসে বলেন, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতায় গড়বে আগামীর শুদ্ধতা আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি অর্থনৈতিক বৈষম্য তৈরি করে। আসুন দুর্নীতি প্রতিরোধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। তিনি আরও বলেন, আমরা যার যার অবস্থান থেকে দেশ থেকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করি। এ অনুষ্ঠানে বাজিতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, আমরা এ দেশকে সুন্দর ভাবে গড়ে তুলি। তরুণ সমাজ এগিয়ে আসলে এদেশে খানিকটা হলেও দুর্নীতি ধীরে ধীরে কমে যাবে। আরো বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদ ফাত্তাহ, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, ডা. আলহাজ্ব হাবিবুর রহমান, হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যুবায়ের আহম্মেদ, প্রভাষক রেজাউর রাজিব, সাংবাদিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, বাজিতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।