চরভদ্রাসনে পল্লি বাংলা এনজিও’র ঈদ সামগ্রী বিতরন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০১:০৩ পিএম
চরভদ্রাসনে পল্লি বাংলা এনজিও’র ঈদ সামগ্রী বিতরন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এমপি ডাঙ্গী গ্রামে ‘পল্লি বাংলা এনজিও’ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান পাশা তার নিজ বাসভবন প্রাঙ্গনে গত বৃহস্পতিবার সন্ধায় প্রায় ৬শ’ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন। হিউম্যান এ্যাপেল অষ্ট্রেলিয়ার অর্থায়নে এবং ‘পল্লি বাংলা’ এনজিও প্রতিষ্ঠানের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়। এসব ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এ্যাপেল অষ্ট্রেলিয়ার কান্ট্রি ডাইরেক্টর ড. কামাল খলিফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘পল্লি বাংলা’ এনজিও চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান পাশা। এ সময় এলাকার গন্যমান্য ও ইউপি সদস্যরাও উপস্থিত থেকে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।


জানা যায়, হিউম্যান এ্যাপেল অষ্ট্রেলিয়া এ বছর ঈদুল ফিতরে উপজেলার ৬শ’ দুস্থ পরিবারের জন্য ঈদ সামগ্রী বিতরনের আয়োজন করেন। প্রতি পরিবারে এক বস্তা করে ঈদ সামগ্রী প্যাকেজ বিতরন করেন। প্রতি বস্তা ঈদ সামগ্রী প্যাকেজে রয়েছে ৫ কেজি করে ভাতের চাল, ১ কেজি পোলাওর চাল, ১ লিটার ভৌজ্য তৈল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ কেজি ডাল ও ১কেজি মুড়ি সহ মোট ৬শ’ পরিবারের মাঝে ৬শ’ বস্তা ঈদ সামগ্রী প্যাকেজ বিতরন করা হয়। 

এ সময় পল্লি বাংলা এনজিও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান পাশা বলেন, “আমরা প্রতিটি উৎসবে এবং আপদকালিন সময়ে দুস্থদের পাশে থেকে সহযোগীতা করে চলেছি। এলাকাবাসীর সহায়তা পেলে অত্র এনজিওটি দুস্থদের জন্য সহায়তার হাত আরও বাড়িয়ে দেবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন”।

আপনার জেলার সংবাদ পড়তে