জুলাই গণ-অভ্যূত্থান: আহত ও শহীদ পরিবারে ৯৬ কোটি টাকার অনুদান

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০৩:২৮ পিএম
জুলাই গণ-অভ্যূত্থান: আহত ও শহীদ পরিবারে ৯৬ কোটি টাকার অনুদান

জুলাই-আগস্ট ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবারের জন্য দেওয়া সরকারি ফান্ডের শত কোটি টাকা থেকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।

শুক্রবার রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানিয়েছেন,

“৭৪৫ জন শহীদের পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। যা মোট শহীদ পরিবারের ৮৭ দশমিক ১৩ শতাংশ। আর আইনি জটিলতায় ১০০ জন শহীদের পরিবারের সহায়তা আটকে রয়েছে। আহতদের মধ্যে ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ দেওয়া হয়েছে। যা মোট আহতদের ৩৮ দশমিক ৩৯ শতাংশ। প্রতিদিন ফ্রড আহত সেজে আসছে। এমআইএস ভেরিফিকেশনের পরও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশন করতে হচ্ছে। এজন্য সহায়তা দিতে দেরি হচ্ছে। ঈদের পর জুলাই আন্দোলনে আহতদের জন্য বেসরকারি পর্যায়ে ফান্ড তৈরির চেষ্টা করা হবে।”

এসময় ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক শহীদের পরিবারের কাছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছাসহ উপহার পাঠানো হয়েছে বলেও জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আপনার জেলার সংবাদ পড়তে