কালীগঞ্জে অজ্ঞান পার্টির কবলে পড়ে ৬ সদস্য অসুস্থ, মালামাল লুট

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ): : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০৫:০৭ পিএম
কালীগঞ্জে অজ্ঞান পার্টির কবলে পড়ে ৬ সদস্য অসুস্থ, মালামাল লুট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিনোদপুর গ্রামে গভির রাতে অজ্ঞান পার্টির কবলে পড়ে দুই পরিবারের ৬ সদস্যের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ ওই ৬ সদস্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন । 

বৃস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিনোদপুর গ্রামের অসিম ভদ্র ও রঘুনাথ ভদ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন গভির রাতে এ দুই পরিবারের সদস্যরা চোখে প্রচন্ড ঘুম অনুভব করেন। সকালে ওঠে তারা দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো ও ঘর থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দূর্বত্তরা। ঘটনার পর প্রতিবেশিরা এ দুই পরিবারের ৬ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

এ ঘটনায় ভূক্তভোগী অসিম ভদ্রের স্ত্রী সঞ্চিতা ভদ্র বলেন, অন্য দিনের তুলনায় বৃহস্পতিবার রাতে চোখে ঘুমছিল বেশি। সকালে উঠে দেখি বাড়ির সব তছনছ কে বা কারা মালামাল নিয়ে গেছে। তবে এখনো আমার চোখে ঘুম।  

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা: আব্দুল্লাল আল মামুন বলেন, এ দুই পরিবারের সদস্যদের চেতনানাশক ওষধ খায়ানো হয়েছে। আমারা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি রেখেছি। তবে তারা এখন শঙ্কমুক্ত।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে