বরিশালে নোঙর করা লঞ্চে অগ্নিকান্ড

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০৬:৪৬ পিএম
বরিশালে নোঙর করা লঞ্চে অগ্নিকান্ড

জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাটে নোঙর করা লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এমভি সায়মুন-১ লঞ্চে এ অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও লঞ্চটির কিছু অংশ পুড়ে গেছে। 

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন। শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, গভীর রাতে আগুন লাগায় নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। ইঞ্জিন ব্যতীত আগুনে গোটা লঞ্চের সবকিছুই পুড়ে গেছে। তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে