হোসেনপুরে ‎স্বপ্নযাত্রা ফাউন্ডেশন'র ঈদ সামগ্রী বিতরণ

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০৬:৫৩ পিএম
হোসেনপুরে ‎স্বপ্নযাত্রা ফাউন্ডেশন'র ঈদ সামগ্রী  বিতরণ

কল্যানে আমরা, শান্তিতে আমরা,‎এই স্লোগানকে সামনে রেখে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ আনন্দ শেয়ার করতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবেরচরস্থ মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্নযাত্রা ফাউন্ডেশন'র ঈদ সামগ্রী বিতরণ। ‎শুক্রবার(২৮ এপ্রিল) বিকালে সাহেবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।একশত পরিবারের মাঝে ‎শাড়ী,লুঙ্গি, সেমাই,চিনি, পেয়াজ, তেল,সুগন্ধি চাল,সাবান,ডাল এবং দরিদ্র মাদ্রাসার ছাত্রদের   জন্য জুব্বা বিতরণ  করা হয়েছে । 

এ ছাড়াও ৩ শত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা  হয়।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবক,ময়মুরুব্বি ও সংগঠনের সদস্যবৃন্দ। ‎উল্লেখ্য,স্থানীয় দেশ ও প্রবাসের যুবকদের সমন্নয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে মানবতার দূত হয়ে এগিয়ে চলা স্বপ্নযাত্রা ফাউন্ডেশন। ‎মানবিক কাজের জন্য সর্বমহলে প্রশংসিত হচ্ছেন সংগঠনটি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে