ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার উদ্যোগে বিরল উপজেলা মডেল মসজিদে শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিরল পৌর শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, দিনাজপুর উত্তর জেলা সভাপতি আলহাজ্ব মাওঃ সোহরাব হুসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, দিনাজপুর উত্তর জেলা সেক্রেটারী অধ্যক্ষ মুফতি মোহাম্মদ খাইরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, দিনাজপুর উত্তর জেলা সভাপতি হাফেজ মাসুদ রানা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দিনাজপুর উত্তর জেলা সভাপতি ফারহান আবসার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার সভাপতি ফজলে রাব্বী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার সেক্রেটারি আজমির হোসাইন।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিরল উপজেলা শাখার সভাপতি মাওঃ হাফেজ মোঃ হাসান আলী। সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিরল উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল মোঃ গোলাম মোস্তফা (হীরা)।