জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি, কিশোরগঞ্জ জেলার উদ্যোগে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে গাংচিল হোটেল এন্ড রেস্তোরায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি, কিশোরগঞ্জ জেলা এর সভাপতি এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাছান আহমেদ মঈন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান প্রতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আউযাল, ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) প্রিন্সিপাল অফিস, কিশোরগঞ্জ। বিশেষ-অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ কায়ছারুল ইসলাম ,এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান, সোনালী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাশেদ আহমেদ, এস্টিসস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান হোসেনপুর শাখা, কিশোরগঞ্জ। এছাড়াও অত্র অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি, কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহাম্মদ।