ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ'র মাসিক সভা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০১:২৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ'র মাসিক সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (ডিপিএফ) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনলাইনে অনষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আরজু মিয়া। সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান এ সি তাপসী রায়, সম্মানিত সদস্য এস. এম শাহিন, মো. পারভেজ মিয়া, মো. আশিকুর রহমান ভূঁইয়া, মো. আইয়ুব খান প্রমূখ। সভায় আগামী মাসে সরাইলের ২/১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক ও আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই বিষয়ে সরকারী কর্মকর্তা ও সরাইলের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের অংশ গ্রহণে দ্রুত একটি মতবিনিময় সভার আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে