রাজশাহীর বাঘায় বোমা তৈরী করতে গিয়ে সবিজ হোসেন নামের এক কলেজ ছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালাল পাড়া গ্রামের এক আম বাগানে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনা সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সজিব হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। তার অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত ডাক্তার সাজিয়া খান পিপাশা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা গেছে, বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালাল পাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন (২০), একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭) এক আম বাগানে বোমা তৈরী করছিল। এ সময় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেনের বাম হাতের কবজি বিছিন্ন হয়ে যায়। সহযোগি রাকিব হোসেন ও শাকিব হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার সাথে জড়িত সজিব, রাকিব ও শাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে আহত সজিব হোসেনের পিতা জয়নাল হোসেন বলেন, ঈদকে সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে সাথে নিয়ে পটকা তৈরী করতে গিয়ে বিস্ফোরিত হয়ে আমার ছেলের হাত বিছিন্ন হয়ে গেছে। তারা কোন পরিকল্পনা করার জন্য এ ঘটনা তরেনি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বাঘা মেলা কমিটির ইজারাদার শফিউর রহমান শফি বলেন, ৫০০ বছরের মেলা নষ্ট করার টার্গেট নিয়ে তারা বোমা তৈরী করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরন আইনে মামলার প্রস্ততি চলছে। আহত সজিব হোসেন জোতরাঘব বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। রাকিব হোসেন ও শাকিব হোসেন স্থানীয় ভোকেশনালের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।