বাজিতপুর বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৫, ০২:০০ পিএম
বাজিতপুর বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মথুরাপুর এলাকায় একটি অটো রিকসা থেকে নামার সময় একজন অপর জন কে থাপ্পর মারার ঘটনাকে কেন্দ্র করে গত পরশুদিন উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। পরে ওই দিন সেনাবাহিনী এসে শান্ত করেন। গত শনিবার রাত ৮টা থেকে শুরু করে বাঁশ মহল, কৈলাগ রোডে ও মাছের আড়তে এবং ফলের কয়েকটি দোকানসহ অন্তত ৫০টি  ভাংচুর করেছে উভয় পক্ষ। একে অপরের মহড়া ছিল ৬ ঘন্টা। রাতে পুলিশ, সেনাবাহিনী সারা রাত্রি বাজার পাহাড়া দিয়ে রাখে। এরই মধ্যে কৈলাগে নারী পুরুষ বন্দের মধ্যে এগিয়ে আসে। এই পর্যন্ত বাজিতপুর বাজার ও আশে-পাশের এলাকায় থমথমে বিরাজ করছে। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে