পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সাড়ে ৩‘শ দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে “মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না”এই শ্লোগানকে সামনে রেখে গোকর্ণ হিতৈষী সংঘ” নামে একটি সেবামূলক সংগঠনের উদ্যোগে গোকর্ণ সৈয়দ পাড়ার লায়ন সৈয়দ মোহাম্মদ শরীফের বাড়ি প্রাঙ্গণে এসব ঈদ সমাগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলার চাল,চিনি,তেল,পিয়াঁজ,আলু,সেমাই ও দুধ। সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা ও গোকর্ণ হিতৈষী সংঘ”এর সভাপতি সৈয়দ সালাউদ্দিন মুকুলের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন হবিগঞ্জ বিন্দবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগির। গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিনের সার্বিক তত্ত্বাবধানে এসময়,বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন রেজা চৌধুরী,সৈয়দ জাজ্ঞা বীর, সৈয়দ আশরাফ আনোয়ার টিট,সৈয়দ মারজান,মোহাম্মদ ইসলাম,জমির উদ্দিন,আবু মিয়া,এরশাদুল ইসলাম,আনু মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোকর্ণ হিতৈষী সংঘ”এর সভাপতি সৈয়দ সালাউদ্দিন মুকুল জানান,এলাকার কৃতি সন্তান লায়ন সৈয়দ মোহাম্মদ শরীফ, ডা: গৌতম পদ সৌম,ডাঃ সৈয়দ ইসরার কামাল, সৈয়দা ফাহমিদা খাতুন কবিতা,সৈয়দা সারবিনাসহ আরো অনেকের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও সাড়ে ৩‘শ পরিবারের মাঝে হিতৈষী সংঘের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়। যারা সার্বিক সহযোগিতা করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।