দেবহাটায় দরদির আয়োজনে ইফতার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৫, ০২:০৪ পিএম
দেবহাটায় দরদির আয়োজনে ইফতার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দেবহাটায় দরদির আয়োজনে ইফতার ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ মার্চ বিকাল ৩ টায় পারুলিয়া এনসিসি ব্যাংকের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন দরদি এ অনুষ্ঠানের আয়োজনে করে। দরদির সার্বিক সহযোগীতায় দেবহাটা উপজেলা থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। তাদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, শুভেচ্ছা সনদ ও সম্মানিত অতিথিদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। দরদির সভাপতি শাকিব হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ মোঃ হযরত আলী। আরো সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারী কেবিএ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সহ-সভাপতি ঢাকা আহছানিয়া মিশনের ইকবাল মাসুদ, ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সভাপতি তাহাজ্জত হোসেন, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মাজহারুল আনোয়ার, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সাবেক দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা জামায়াতের সুরাহ কর্মপরিষদের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, দরদির আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দরদী সংগঠনের সদস্যরা। সঞ্চালনায় ছিলেন জিএম আবু রাহাত সাধারণ সম্পাদক, দরদি। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন দরদির সাবেক সভাপতি নাসিম হাসান নয়ন। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে