মৌলভীবাজারের রাজনগরে মরহুম আলহাজ্ব আজমল আলী খান স্মৃতি পরিষদের উদ্যোগ প্রতি বছরের ন্যায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে (২৭ মার্চ) এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী। পরিষদের সিনিয়র সহ সভাপতি ইমদাদুল হক চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জোবায়ের আহমেদ চৌধুরী, আসরাফুজ্জামান খান, নিবারণ ঘ্ষো ভজন ও মরহুম আলহাজ্ব আজমল আলী খানের পরিবারের সদস্যবৃন্দ।