কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার করাতিপাড়া এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। আজ রবিবার এ উপলক্ষে ওই এলাকার কিছু মুছল্লী ঈদগাহে আনুষ্ঠানিকভাবে ঈদের নামাজ আদায় করেছেন। প্রায় ৭০ জন নারী, পুরুষ ও শিশু এই ঈদের সালাত আদায় করেন। রবিবার সকাল ৮.০০টায় স্থানীয় মদিনা তুল উলুম মডেল মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করেন। ইমাম আব্দুল হাকিম এর ইমামতিতে এই সালাত অনুষ্ঠিত হয়। এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া কামনা করা হয়। প্রতি বছরের ন্যায় এই এলাকার প্রায় চল্লিশটি পরিবার এই ঈদের জামাত আদায় করে থাকেন।