ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এবছরেও অসহায় ও নিম্ন আয়ের তিনশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়নের ফ্রেন্ডস ক্লাব নামের একটি সংগঠন।
রবিবার (৩০মার্চ) সকালে ৯৩ নং উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য ২০২৩ সালে বেশ কয়েকজন বন্ধু মিলে একটি ফ্রেন্ডস ফোরাম সামাজিক সংগঠনের যাত্রা শুরু করেন।
ঈদ উপহারে রয়েছে, পোলাউয়ের চাল ১ কেজি, চিনি ১ কেজি, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, সাধারণ সেমাই ১ প্যাকেট, নুডুলস ফ্যামিলি ১ প্যাকেট, গুড়ো দুধ ১০০ গ্রাম, কিসমিস ৫০ গ্রাম, গরম মসলা।
সংগঠনের সূত্রে জানা গেছে ফ্রেন্ডস ক্লাব পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী কার্যক্রম। এই সংগঠন যাত্রা শুরুর পরে হতেই ব্যতিক্রমী সব কার্যক্রমে জয় করছে সাধারণ মানুষের ভালোবাসা।
এ ছাড়াও সংগঠনটি, স্বেচ্ছায় রক্তদান, রক্ত দানে তরুণদের কে উৎসাহিত করা, বিভিন্ন স্কুলে স্কুলে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন করা, মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন, বৃক্ষরোপন কর্মসূচি, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন, অনলাইন ভিত্তিক কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ও বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় নাজিরপুর উপজেলায়।
প্রতিবছরের ন্যায় এবছরও তারা বন্ধুরা মিলে এলাকার প্রায় ৩ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ক্লাবের সভাপতি জোবায়ের শেখ বলেন, ফ্রেন্ডস্ ক্লাব একটি সম্পূর্ণ অরাজনৈতীক সামাজিক সংগঠন, দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ জনগনের আত্মসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে ও করবে, মূলত এ সংগঠনটি শিক্ষা,খাদ্য, চিকিৎসা ও মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচার জন্য মাঠমূখী করার জন্য ক্রীড়া ক্ষেত্রেও ব্যাপক কার্যক্রম চালাব।
এ সময় উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড.মিজানুর রহমান দুলাল, উপজেলা জামায়াতের আমির মাষ্টার আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রদল নেতা মোঃ মিজানুর রহমান শরীফ, ফ্রেন্ডস ক্লাবের আহবায়ক জোবায়ের শেখ, সদস্য সচিব সোহেল রানা, সাবেক চেয়ারম্যান মুন্সি মো: মোশরাক আলী প্রমূখ।
সংগঠনটির সদস্য সচিব সোহেল রানা বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই উদ্যোমী তরুণদের সহযোগিতায় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এবার নিয়ে আমরা ৩য় বার ঈদ উপহার বিতরন করছি, আমাদের এই মহৎ উদ্যোগে যেসকল স্বেচ্ছাসেবী সদস্য ও শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা দেশ ও প্রবাস থেকে আর্থিকভাবে,শারিরীকভাবে ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।
সংগঠনটির আহ্বায়ক রুহুল আমিন (তরুণ) বলেন, সংগঠনটি গড়ে তোলা হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য,অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য, আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, উদ্যোক্তা, শিক্ষার্থী, উদ্যমী তরুণ, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।