“আমাদের সমাজ আমরাই গড়ি,সুস্থ্য সমাজ বিনিমার্ণ করি”এই শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মত এবারও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে নগদ টাকা বিতরন করা হয়েছে। আজ রবিবার বিকালে নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে নূরপুর বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এসব নগদ অর্থ বিতরণ ও দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোশের্দ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর সফিউদ্দিন আহমেদ মিতুল,প্রাইম ব্যাকের সহকারী ভাইস প্রেসিডেন্ট আবেদ মোল্লা,প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া শান্তু,প্রভাষক নবী হোসেন ইমন,মাওলানা জসিম উদ্দিন ভূইঁয়া ,প্রভাষক ইমরান হাই জাবেদ,নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসরাফ উদ্দিন , মনু মিয়া সর্দার । এডভোকেট এম আবু বকর সিদ্দিক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ স্বপন আহমেদ । এছাড়াও বক্তব্য রাখেন হাসান রাশিদ, জয়নাল মিয়া, সাইফুজ্জামান জনি, নাজমুল হাসান, প্রমূখ। আলোচনা সভা শেষে ৭০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মহিলা ও পুরুষের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়। পরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিল পরিচালনা করেন গোকর্ণ স্কুল এন্ড কলেজের হেড মাওলানা জসিম উদ্দিন । এসময় বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের সামাজিক এ উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষসহ স্থানীয় এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেন।