জুলাই আন্দোলনে ঢাকার মধ্যবাড্ডায় গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ সেলিম তালুকদারের শিশুকন্যা ও পরিবারকে ঈদ উপহার দিয়েছেন ঝালকাঠি জেলা প্রশাসকের সহধর্মীনি ও ধানসিড়ি লেডিস ক্লাব সভাপতি মাহফুজা খানম।
রবিবার (৩০ মার্চ) বিকেলে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় শহীদ সেলিম তালুকদারের শশুর বাড়িতে গিয়ে তার স্ত্রী সুমী আক্তারের হাতে ঈদ উপহার তুলে দেন প্রশাসকের সহধর্মিণী মাহফুজা খানম। এ সময় তিনি সেলিমের শিশুকন্যা রোজাকে কোলে তুলে নেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোজ-খবর নেন। উপহার প্রদানের সময় অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন।
উল্লেখ্য, অন্তঃসত্তা স্ত্রীকে রেখে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামের সেলিম তালুকদার। ৭ মাস পর সম্প্রতি কন্যা সন্তানের জনক হয়েছেন তিনি।