কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও উত্তরনের সহযোগিতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন নৌবাহিনীর সহকারি কন্টিনজেন্ট কমান্ডার মোঃ সাকিব নাহিয়ান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ,পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ কাওছার রেজা, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ গোলাম নবী, বিআরডিবির চেয়ারম্যান আলহাজ্ব এফ এম মনিরুজ্জামান মনি, উত্তরনের প্রকল্প সমন্বয়কারী ডেভিট অধিকারি, ঝরনা থাতুন,সেজেদা খান প্রমুখ।