চিরিরবন্দরে আইনজীবী হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৪, ১১:১৪ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
চিরিরবন্দরে আইনজীবী হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন দ্বারা মসজিদ ভাংচুর, মুসল্লীদের উপর হামলা, আইনজীবী অ্যাড. সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর বুধবার বিকাল ৩টায় উপজেলার রানীরবন্দরে রংপুর-দিনাজপুর মহাসড়কে রানীরবন্দরের তাওহীদি মুসলিম জনতার উদ্যোগে এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রথমে রানীরবন্দরহাট থেকে এসে রানীরবন্দরের সুইহারিবাজারে রংপুর-দিনাজপুর মহাসড়কে মানববন্ধন করে পুনরায় রানীরবন্দরহাটে ফিরে যায়।  মানববন্ধনে মুফতী মীর মোয়াজ্জেম হোসেন সাঈফি, মাও. শফিকুল ইসলাম, মো. সাদেকুল ইসলাম, মো. রায়হান আলী, মোক্তারুল ইসলাম বক্তব্য রাখেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে