খানসামা উপজেলার ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ সকাল ১১ টার সময় উপজেলার প্রধান প্রধান সড়কে রেলি শেষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
''তারুণ্যের অংশ গ্রহণে খেলাধুলার মানোন্নয়ন "এ প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারি কমিশনার (ভূমি )আসিক আহমেদ এঁর সভাপতিত্বে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিড়া দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য রাখেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ ,উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা জাকির হোসেন ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু রায়হান ও সাংবাদিক রকি প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা ,শিক্ষক ,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বিকেল ৪ টার সময় খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের লাল ও সবুজ দুই দলের মধ্যে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়।