ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদের ঝড়

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০২:৪০ পিএম
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদের ঝড়
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে পৃথকভাবে এ আন্দোলনে অংশ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, রাজশাহী মুহাম্মদীয়া যুব সুন্নীর শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী সহ মুসুল্লিরা। বিক্ষোভ ও সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বানও জানান তারা। তারা আরও বলেন, আমেরিকার মতো যেসব দেশ এমন গণহত্যা দেখেও নিশ্চুপ, তাদের বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো নীরবে গণহত্যার সমর্থন দিয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। অবিলম্বে মুসলিম দেশগুলোকে এককাতারে এসে এ গণহত্যার প্রতিবাদের আহ্বান জানান আন্দোলনকারীরা। এছাড়াও রাজশাহী নগরীর জিরোপয়েন্টসহ বিভিন্ন স্থানে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংহতি সমাবেশের আয়োজন করেছে প্রশাসন। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ছাত্রদল।
আপনার জেলার সংবাদ পড়তে