তিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৪:০৭ পিএম
তিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে সরকার।

সোমবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিষয়ক সচিব জাহেদা পারভীন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আশিক চৌধুরী তার দায়িত্বকালীন সময়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধাদি ভোগ করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত বছরের ১২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে আশিক চৌধুরীকে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে।

সে সময়ের আদেশ অনুযায়ী, আশিক চৌধুরীকে অন্যান্য সকল প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় বিডার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। নিয়োগের অন্যান্য শর্ত নির্ধারিত হবে অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে