গাজাবাসীদের সমর্থনে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৫:২৪ পিএম
গাজাবাসীদের সমর্থনে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

মজলুম গাজাবাসীদের ডাকা বিশ্বব্যাপি হরতালের সমর্থনে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা। সোমবার দুপুরে ওলামা,ত্বলাবা ও সর্বস্তরের সহস্রাধিক জনতা কর্মসূচিতে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি স্টেডিয়ামের সামন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন, হজরত মাওলানা তাফাজ্জুল হক, হজরত মাওলানা মুফতি বেলাল হোসেন, মাওলানা আনিছুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা শিব্বির আহম্মেদ ,ইঞ্জিনিয়ার আব্দুল হালিম প্রমুখ।এসময় বক্তাগণ ফিলিস্তিনের গাজায় মুসলমানদের নির্বিচারে হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ ও বাংলাদেশে ইহুদিবাদি ইসরাইলের সকল পণ্য বয়কট করার জন্য সকলে প্রতি উদাত্ত আহবান জানান। তারা আরো বলেন, যেসব হোটেল- রেস্তোরা ও দোকানে ইসরাইলি পণ্য থাকবে সেসব ব্যবসা প্রতিষ্ঠান বয়কট করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে