জয়িতা সম্মাননা পেলেন গোদাগাড়ীর মেয়ে আফরোজা

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
জয়িতা সম্মাননা পেলেন গোদাগাড়ীর মেয়ে আফরোজা

জয়িতা সম্মাননা পেলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা আফরোজা খাতুন।  সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রাজশাহীর  গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ খ্রি. উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের উদ্যোগে সমগ্র দেশব্যাপী পরিচালিত "জয়িতা অণ্বেষণে বাংলাদেশ" শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষিকা আফরোজা খাতুনকে নিজ জন্মস্থান গোদাগাড়ী উপজেলায় সর্বশ্রেষ্ঠ জয়িতা-র সম্মানে ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আবুল হায়াত। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্টেট মোঃ শামসুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন ও গোদাগাড়ী মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফার ইয়াসমিন ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে