লালপুরে যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩১ এএম
লালপুরে যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

নাটোরের লালপুরে যুবদল নেতা ও মাছচাষি মাসুমের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। সোমবার (৯ডিসেম্বর) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চত্তরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তারা স্থানীয় প্রশাসনের নিকট আগামী ২৪ ঘন্টার মধ্যে দায়ী ব্যাক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় দুড়দুড়ীয়া উনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও মাছ চাষী মাসুম বাদী হয়ে ৮ ডিসেম্বর লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, ৮ডিসেম্বর দুপুরে উপজেলার ভেল্লাবাড়িয়া বাজারের আয়ান ট্রেডার্সে ওই যুবদল নেতা বসে থাকা অবস্থায় ১৫/১৬ জন দুর্বৃত্ত হঠাৎ উপস্থিত হয়ে পিস্তল ও চাকু ঠেকিয়ে মাসুদকে মারপিট করে নগদ টাকা ছিনিয়ে নেয় এবং আরো ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে তারা দ্রত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার বিচারের দাবিতে দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপি ইউনিয়ন পরিষদ চত্তরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম হলুদ, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, দুড়দুড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আজগর, গোলাম কিবরিয়া প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল হান্নান সরকার , ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান সুমন সহ বিএনপি, যুবদল ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মী। এব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, উক্ত ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে