রংপুরে ১৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৪, ১১:২৭ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
রংপুরে ১৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

রংপুরে একটি ব্যাটারী চালিত ইজিবাইকতল্লাশী করে  ১৩০০ পিস ইয়াবাসহ খয়রুজ্জামান (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  বুধবার সকাল ৯ টার দিকে নগরীর তাজহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  এসব মাদক উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, রংপুর- ঢাকা মহাসড়কের মর্ডান মোড় থেকে মিঠাপুকুর ভাংনি মাঠেরহাটগামী যাত্রীবাহী ব্যাটারী চালিত ইজিবাইক তল্লাশী করে একটি স্কুল ব্যাগের ভিতর হতে ১৩০০ পিস ইয়াবা উদ্ধার। এসময়  ইজিবাইকের পিছনের বসে থাকা খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়। রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের‘ক’ সার্কেল ও রংপুর ডিস্টিলারীর পরিদর্শক এলতাস উদ্দিন জানান, গ্রেফতার  খয়রুজ্জামান (৫৫) মিঠাপুকুর উপজেলার ভাংনী মাঠেরহাট গ্রামের  মৃত খুজিয়ার রহমানের ছেলে। উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। এ বিষয়ে মাদক আইনে মামলা করা হয়েছে।  আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রংপুরে আইনজীবীদের বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক মমিনুল ইসলাম রিপন রংপুর ॥ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবীরা। বুধবার দুপুরে রংপুর আইনজীবী চত্বরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচীতে আইনজীবীরা বলেন, পতিত সরকারের সহযোগি হিসেবে ইসকন দেশে নৈরাজ্য সৃষ্টি করে ভারতের তাবেদারী চালাতে চায়। এই ইসকন একটি হিন্দু উগ্রবাদী সংগঠন। তারা ভারতের কথায় গতকাল চট্টগ্রাম আদালতে সাধারণ জনগণ এবং আইনজীবীদের ওপর হামলা চালিয়েছে। সেই হামলায় জয়শ্রী শ্লোগান দিয়ে ইসকনরা আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেছে। এই হামলায় আওয়ামীলীগের ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা অংশ নিয়েছিলো। তারা ভাঙচুর চালিয়েছে এবং নৈরাজ্য চালিয়েছে। তাদের সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে, না হলে এ নৈরাজ্য বন্ধ হবে না।  বক্তারা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, ইসকনদের পরিহার কওে সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রেখে বাংলাদেশকে সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসবেন এই প্রত্যাশা আপনাদের প্রতি। আমরা এডভোকেট এডভোকেট ভাই, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এগিয়ে যেতে চাই। এ সময় আইনজীবীরা ইসকন সংগঠনকে উগ্রবাদী ও জঙ্গি সংগঠন উল্লেখ কওে সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। বিক্ষোভ কর্মসূচীতে জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম রংপুরের সভাপতি এডভোকেট একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর আইনজীবী সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, এডভোকেট বায়োজিদ ওসমানী, এডভোকেট শফি কামাল, এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, এডভোকেট কাওছার আলীসহ অন্যান্য আইনজীবী। অতিতের ভুল শুধরিয়ে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রধান কাজ ...........হাইওয়ে পুলিশ সুপার নিজস্ব প্রতিবেদক মমিনুল ইসলাম রিপন রংপুর ॥  অতিতে পুলিশ যে সমস্ত ভুল করেছে বা ভুল যদি করে থাকে, সেই সব অতিতের ভুল শুধরিয়ে এবং মানবধিকার সমুন্নত রেখে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে হাইওয়ে পুলিশের প্রধান কাজ। এ জন্য সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা চেয়েছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই সহযোগিতা কামনা করেন তিনি। প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, হাইওয়েতে ঝুকিপুর্ন যানবাহন চলার ক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার। তবে ঝুকিপূর্ণের তালিকায় মোটর সাইকেল রয়েছে। এই মোটর সাইকেল চালকের মধ্যে আন্ডার এজের বেশি। দেশের বেশিরভাগ দূর্ঘটনায় আমাদের ছেলেরাই মারা যাচ্ছে। যখন ঈদ, পূজা ও অন্যান্য উৎসব হয় তখন এই দূর্ঘটনার হার যেমন বাড়ে তেমনি মৃত্যুর হারও বাড়ে। এগুলো সচেতনতার মাধ্যমে এই দূর্ঘটনার হার কমানো সম্ভব। কিন্তু এটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য জনগণের সহযোগিতা দরকার। আর পুলিশ হলো সিভিলিয়ান পুলিশ। পুলিশ আর্মি বিডিয়ারের মতো না। এ জন্যই সিভিলিয়ানের সাথে এক সাথে কাজ করা। তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশের অনেক বদনাম আছে। বলছি না যে, আমি পীর সাহেব, তবে হাইওয়ে পুলিশের বদনাম কমিয়ে নেতিবাচক দিকগুলো থেকে উত্তোরতর উন্নতি ঘটিয়ে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একটা পরিবর্তিত সময়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। এসময় তিনি সাংবাদিকদেও উদ্দেশ্যে বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশ যদি কোন অপরাধ করে এমন তথ্য প্রমাণ থাকলে, আমাদের দিবেন অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে অতিতের সকল ভুল শুধরিয়ে সঠিক পথে চলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহার মান্নান, সিনিয়র সাংবাদিক বাসসের মামুন উর রশীদ মামুন, , এ কে এম মইনুল হক, সিটি প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি স্বপন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সাবেক কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপনসহ হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে