রামুতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:০৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
রামুতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

রামুতে "ফ্যাসিবাদ বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটি, চট্টগ্রাম রাইজিংয়ের অংশ হিসেবে ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় রামু উপজেলার পাবলিক লাইব্রেরী কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক কমিটি রামুর সংগঠক রিদুয়ান রহমান রিয়াদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটি (জানাক)'র কেন্দ্রীয় সদস্য এসএম সুজা উদ্দিন বলেন, "কারও একক স্বার্থে নয়, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে গণমানুষের স্বার্থে। প্রশাসন সহ রাজনীতির মাঠে এখনও ফ্যাসিস্টরা উৎপেতে আছে। মানুষের অধিকার হরণ হচ্ছে। তাই সব শ্রেণীর মানুষ যেনো তার নিজের কথাটা নিজে বলতে পারেন, নিজের স্বার্থ নিজে নিশ্চিত করতে পারেন, আমরা এমন রাজনীতি, এমন প্রশাসন চাই। আমরা বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর কথা বলতে চাই। আমরা পঞ্চাশ অনুর্ধ্ব রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করবো। রামুর বিভিন্ন ইউনিয়নে এখনও চোরাচালান, পাচার এবং রাজনৈতিক হয়রানি চলমান রয়েছে, অতিদ্রুত এসব অন্যায় অনিয়ম বন্ধ করতে হবে এবং জাতীয় নাগরিক কমিটি রামুর সংগঠকরা এই উদ্যোগ নিবে। বিশেষ অতিথির বক্তব্যে জানাকের কক্সবাজার জেলা সংগঠক অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক বলেন কক্সবাজার জেলার খুব গুরুত্বপূর্ণ একটি উপজেলা রামু। এখানে এখনও মানুষ হয়রানি হচ্ছে, চারদিকে ফ্যাসিস্টদের ছায়াকে জিইয়ে রাখা হয়েছে। জানাকের জেলা সংগঠক খালিদ বিন সাঈদ বলেন রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার জন্য নাগরিক কমিটির উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক ভাই ভাই খেলা বন্ধ করে অনিয়ম আর অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জানাকের ঈদগাঁও থানা প্রতিনিধি সদস্য তারেকুর রহমান রামুর বৈচিত্র্য রক্ষা ও ঝুঁকি সমূহ তুলে ধরেন। জাতীয় নাগরিক কমিটি রামুর সংগঠক মোঃ কামরুল হাসান বলেন, রামুতে নিরাপদ ও জনবান্ধব করতে হলে আমাদের ঐক্যবদ্ধ পরিকল্পনা করতে হবে, প্রয়োজনে গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করে প্রশাসনের অসহযোগিতাকে রুখে দিতে, আমাদের অধিকার আমরাই আদায় করবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রামুর সংগঠক মাঈনুর রশিদ আক্ষেপ করে বলেন জুলাই অভ্যুত্থানের সুফল এখনও মানুষ ভোগ করতে পারছে না। ফ্যাসিস্ট সরকারের আমলা ও রাজনৈতিক নেতাদের যোগসাজশে রামুর গর্জনিয়া- কচ্ছপিয়া ইউনিয়নের সীমান্ত দিয়ে গরুসহ বিভিন্ন পণ্য সামগ্রী প্রবেশ হচ্ছে যার ফলে সরকার রাজস্ব হারাচ্ছে এবং অপরাধ বেড়ে যাচ্ছে। উপজেলা প্রশাসনের কাছে অনিয়মের কথা তুলে ধরলে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। উপস্থিত যুবকদের মধ্যে আরও বক্তব্য রাখেন আতাউল মোস্তফা, মাওলানা সাইফুল, তারমিনা আক্তার, যায়েদ বিন আমান, আনাছ, আরিফুল ইসলাম নয়ন, জোবায়ের ও মোঃ ইমরান। রামু প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাংবাদিক খালেদ শহীদ, বর্তমান সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব সাঈদ। সাংবাদিক সোয়েব সাঈদ বলেন, রামু প্রেস ক্লাব সব সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনবান্ধব কার্যক্রমের সাথে যুক্ত আছে এবং যেকোন প্রয়োজনে পাশে থাকবে। উল্লেখ্য রামু উপজেলার ১১ টি ইউনিয়নের জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রামুতে "ফ্যাসিবাদ বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটি, চট্টগ্রাম রাইজিংয়ের অংশ হিসেবে ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যা  ৬ টায় রামু উপজেলার পাবলিক লাইব্রেরী কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক কমিটি রামুর সংগঠক রিদুয়ান রহমান রিয়াদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটি (জানাক)'র কেন্দ্রীয় সদস্য এসএম সুজা উদ্দিন বলেন, "কারও একক স্বার্থে নয়, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে গণমানুষের স্বার্থে। প্রশাসন সহ রাজনীতির মাঠে এখনও ফ্যাসিস্টরা উৎপেতে আছে। মানুষের অধিকার হরণ হচ্ছে। তাই সব শ্রেণীর মানুষ যেনো তার নিজের কথাটা নিজে বলতে পারেন, নিজের স্বার্থ নিজে নিশ্চিত করতে পারেন, আমরা এমন রাজনীতি, এমন প্রশাসন চাই। আমরা বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর কথা বলতে চাই। আমরা পঞ্চাশ অনুর্ধ্ব রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করবো। রামুর বিভিন্ন ইউনিয়নে এখনও চোরাচালান, পাচার এবং রাজনৈতিক হয়রানি চলমান রয়েছে, অতিদ্রুত এসব অন্যায় অনিয়ম বন্ধ করতে হবে এবং জাতীয় নাগরিক কমিটি রামুর সংগঠকরা এই উদ্যোগ নিবে। বিশেষ অতিথির বক্তব্যে জানাকের কক্সবাজার জেলা সংগঠক অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক বলেন কক্সবাজার জেলার খুব গুরুত্বপূর্ণ একটি উপজেলা রামু। এখানে এখনও মানুষ হয়রানি হচ্ছে, চারদিকে ফ্যাসিস্টদের ছায়াকে জিইয়ে রাখা হয়েছে। জানাকের জেলা সংগঠক খালিদ বিন সাঈদ বলেন রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার জন্য নাগরিক কমিটির উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক ভাই ভাই খেলা বন্ধ করে অনিয়ম আর অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জানাকের ঈদগাঁও থানা প্রতিনিধি সদস্য তারেকুর রহমান রামুর বৈচিত্র্য রক্ষা ও ঝুঁকি সমূহ তুলে ধরেন। জাতীয় নাগরিক কমিটি রামুর সংগঠক মোঃ কামরুল হাসান বলেন, রামুতে নিরাপদ ও জনবান্ধব করতে হলে আমাদের ঐক্যবদ্ধ পরিকল্পনা করতে হবে, প্রয়োজনে গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করে প্রশাসনের অসহযোগিতাকে রুখে দিতে, আমাদের অধিকার আমরাই আদায় করবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রামুর সংগঠক মাঈনুর রশিদ আক্ষেপ করে বলেন জুলাই অভ্যুত্থানের সুফল এখনও মানুষ ভোগ করতে পারছে না। ফ্যাসিস্ট সরকারের আমলা ও রাজনৈতিক নেতাদের যোগসাজশে রামুর গর্জনিয়া- কচ্ছপিয়া ইউনিয়নের সীমান্ত দিয়ে গরুসহ বিভিন্ন পণ্য সামগ্রী প্রবেশ হচ্ছে যার ফলে সরকার রাজস্ব হারাচ্ছে এবং অপরাধ বেড়ে যাচ্ছে। উপজেলা প্রশাসনের কাছে অনিয়মের কথা তুলে ধরলে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। উপস্থিত যুবকদের মধ্যে আরও বক্তব্য রাখেন আতাউল মোস্তফা, মাওলানা সাইফুল, তারমিনা আক্তার, যায়েদ বিন আমান, আনাছ, আরিফুল ইসলাম নয়ন, জোবায়ের ও মোঃ ইমরান। রামু প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাংবাদিক খালেদ শহীদ, বর্তমান সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব সাঈদ। সাংবাদিক সোয়েব সাঈদ বলেন, রামু প্রেস ক্লাব সব সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনবান্ধব কার্যক্রমের সাথে যুক্ত আছে এবং যেকোন প্রয়োজনে পাশে থাকবে। উল্লেখ্য রামু উপজেলার ১১ টি ইউনিয়নের জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে