পাবনার সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীকে অপসারণের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ নেওয়ার অভিযোগে গতকাল সোমবার ছাত্র জনতার ব্যানারে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১১টায় প্রথমে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের পার্শ্ববর্তী পাবনা-সুজানগর সড়কে মানববন্ধন এবং পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ছাত্র জনতার অংশ গ্রহণে মানববন্ধনস্থল থেকে বের হওয়া মিছিলটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজের পার্শ্ববর্তী পাবনা-সুজানগর সড়কে এক প্রতিবাদ সভা করে। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জাকির আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল, ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুজাউদ্দিন।