ইসরায়েলি হামলায় আরও ৫০ প্রাণ ঝরল

এফএনএস
: | আপডেট: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৪ এএম : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৪ পিএম
ইসরায়েলি হামলায় আরও ৫০ প্রাণ ঝরল

গাজা ভূ-খন্ডে ইসরায়েলি হামলা চলামান রেখেছে। এতে প্রতিদিনই ঝরলে প্রাণ। সোমবার বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে গত একদিনে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৭৫০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫০ জন নিহত এবং আরও ৮৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ধারণা করা হচ্ছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW