পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১০৪ জন দরিদ্র জেলেকে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সাড়ে ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার অফিস প্রাঙ্গনে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ গরুর বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা: মারুফ বিল্লাহ খান প্রমুখ। এ গরুর বকনা বাছুর পেয়ে খুশি হতদরিদ্র জেলেরা বলেন, তাদের ষখন মাছ ধরা বন্ধ থাকে তখন তাদের মানবেতর জীবন যাপন করতে হয়। এ গরু বড় হলে তারা গরম দুধ বিক্রি করেও তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারবেন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৩১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ১০৪ টি গরুর বাছুর ক্রয় করা হয়। দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার এ উদ্যোগ নেয়। যা ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান।