চাইল্ড, নট ব্রাইট (সিএনবি) মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি(এমআইএসকেএস) কুড়িগ্রাম আয়োজিত মিডিয়া ক্যাম্পেয়িং ২০২৪ নাগেশ্বরী উপজেলা পরিষদ হল রুমে আজ ১০ ডিসেম্বর/২৪ অনুষ্ঠিত হয়। এতে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার ৪১ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। এ গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন মোঃ সিব্বির আহমেদ নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার। মূখ্য আলোচক ছিলেন ফারহানা জামান সিনিয়র রিপোর্টার এবং প্রেজেন্টর, যমুনা টেলিভিশন। বক্তব্য রাখেন নাগেশ্বরী মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন ও নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এ ছাড়াও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি'র সদস্যবৃন্দ। গোলটেবিল আলোচনার বিষয় ছিলো বাল্যবিবাহ মুক্ত কুড়িগ্রাম : সম্মিলিত উদ্যোগ। বাল্যবিবাহ রোধ কল্পে সাংবাদিকদের সহযোগিতা কামণা করেন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি। বিভিন্ন সাংবাদিকদের সংবাদ প্রতিবেদন প্রজেক্টটরের মাধ্যমে প্রদর্শন করা হয়। তার মধ্যে গোলাম মওলা সিরাজ, মজিবর রহমান ও রুহুল কুদ্দুছ চঞ্চল সাংবাদিকের ভিডিও চিত্র প্রদর্শিত হয়।