পিরোজপুরের কাউখালীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে শংকর কুন্ডু নামে এক দিনমজুর নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর সোমবার রাতে উপজেলার আমরাজুরী ইউনিয়নের সোনাকুর গ্রামের মৃত্যু চিত্তরঞ্জন কুন্ডর ছেলে শংকর কুন্ড (৪০) কাউখালী থেকে ট্রলার যোগে সন্ধ্যা নদী পার হয়ে সোনাকুর ফেরিঘাটে যাবার পথে অপর দিক থেকে আসা আরেকটি ট্রলার সজোরে ধাক্কা দিলে ট্রলারে থাকা দিনমজুর শংকর কুন্ডু গুরুতর আহত হলে ট্রলারে থাকা অন্য যাত্রীরা তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুব্রত কর্মকার রোগীর গুরুতর অবস্থা দেখে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরনের কাগজপত্র তৈরি করার সময়ে শংকর কুণ্ড কাউখালী হাসপাতালের জরুরি বিভাগেই মারা যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার সুব্রত কর্মকার জানান, গুরুতর আহত শংকর কুন্ডুর অবস্থা মোটেই ভালো ছিল না তাই তাকে বরিশালে প্রেরণ করার প্রস্তুতি নেওয়ার সময়ই মারা যান। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে