কয়রায় প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ১০ এপ্রিল, ২০২৫, ০৬:২৫ পিএম | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৬:২৫ পিএম
কয়রায় প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষা  অনুষ্ঠিত

কয়রায় ১০ এপ্রিল প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়,আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,গীলাবাড়ি ভিকেএস মাধ্যমিক বিদ্যালয়, চান্নীরচক এলসি স্কুল এন্ড কলেজ ও সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫ টি কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষায় ২০৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সকল কেন্দ্রে ৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অন্যদিকে কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসা ও উত্তরচক কামিল মাদ্রাসা ৩ টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৮১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সকল কেন্দ্রে ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষায় ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ  বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে শান্তিপুর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায়  সন্তোশ প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে