জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫টি পরিক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষার্থীদের মাঝে নেতিবাচক কোন কিছু চোখে পরেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান জানান, পাঁচবিবি উপজেলাতে ৫টি পরিক্ষা কেন্দ্রে মোট ২৭৮৬জন পরিক্ষার্থীর মধ্যে ১ম দিনে বাংলা ১ম পত্র পরিক্ষায় ২৭৩১ জন পরিক্ষার্থী উপিস্তিত ছিল। অনুপস্থিত ছিল ৫৬ জন। পাঁচবিবি এল.বি.পি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৬৩৫ জন পরিক্ষার্থীর মধ্যে ৬৩০ জন উপস্থিত ছিল। পাঁচবিবি এনএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১০ জনের মধ্যে উপস্থিত ছিল ৫০৪ জন। মহিপুর মাওলানা ভাসানি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০৩ জনের মধ্যে উপস্থিত ছিল ৬৯৯ জন। নাকুরগাছী কারিগরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২৯৮ জন পরিক্ষার্থীর মধ্যে ২৯৫ জন উপস্থিত ছিল। মহব্বতপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার দাখিল কেন্দ্রে ৬৪০ জন পরিক্ষার্থীর মধ্যে ৬০৩ জন উপস্থিত ছিল। ৫টি কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা মোট ৫৬ জন। কেন্দ্রগুলির অবস্থা সাভাবিক ছিল। চলতি বছর ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি ভালো থাকায় কেন্দ্রগুলিতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছিল বলে তিনি মন্তব্য করেন। পরিক্ষার হলগুলির অবস্থা স্বাভাবিক ছিল।