বাগদাদী কাফেলা বাংলাদেশের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ১০ম বার্ষিক সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর থেকে ভক্ত মুরিদানসহ কয়েক হাজার সুন্নী জনতার অংশগ্রহনে সারারাত ব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে সালানা জলসা আয়োজন করা হয়। জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পীরজাদা মুহাম্মদ হাবিবুর রহমান আল-ক্বাদেরীর সভাপতিত্বে বাগদাদী কাফেলা বাংলাদেশ ও জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ আল-ক্বাদেরীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জোবায়ের রজভী। প্রধান বক্তা ঢাকা জুন্নরাইন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ ওয়াল্লী উল্লাহ আশেকী। এছাড়াও বয়ান করেন আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশের সভাপতি ও সিরাজনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজনগরী,মুফতি আলাউদ্দিন জিহাদি,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও মাদ্রাসা-ই-মিরানীয়া কচুয়া দরবার শরীফের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করীম আল-ক্বাদেরীসহ দেশবরণ্য আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ। জলসা শেষে বাদ ফজর আখেরী মোনাজাতে বিশ্বের মুসলিমদের জন্য শান্তি ও কল্যান কামনা করে দোয়া করেন পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ আল-ক্বাদেরী। এসময় অন্যান্যদের মধ্যে সালানা জলসা খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল,নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: নজির আহমেদ,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান গিলমান,দাতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ইলিয়াছ মিয়া,শ্রীঘর গাউছিয়া মিরানীয়া আজিজিয়া সাইদিয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা খন্দকার নজরুল ইসলাম আজিজি,গোর্কণ স্কুল এন্ড কলেজের হেড মাওলানা মো: জসিম উদ্দিনসহ তরিকত পন্থী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।