সরুপকাঠিতে সাড়ে তিন গ্রাম গাজা ও ১৮ পিছ ইয়াবাসহ দুইজনকে নেছারাবাদ থানা পুলিশ। এলাহী বাহাদুর (৪২) ও মোঃ হামিম (৪৯) নামে দুই জনকে গভীর রাতে টহলদারি থানা পুলিশ এস আই ইয়াছিন খান তাদেরকে আটক করেন। উপজেলার বলদিয়া ইউনিয়নের বয়া গ্রামের ৪ নং ওয়াড়ের মাছুম রানার মুদির দোকান সংলগ্ন হাওলাদার বাড়ির পোল থেকে তাদের আটক করার পর থানায় গ্রেফতার দেখানো হয়। ২৭.১১.২০২৪ তারিখ ৮ নং মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১), সারনির ১০(ক) সারনির ১৯(ক) ধারায় গ্রেতার দেখানো হয়। নেছারবাদ থানা অফিসার ইন-চার্জ মোঃ বনি-আমিন বলেন,উক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। পিরোজপুর জেল হাজতে প্ররণের প্রস্তুতি চলছে।