বর্ষবরণে ঢাবি ও শাহবাগ মেট্রো স্টেশন নিয়ে নির্দেশনা

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৫, ১২:৫১ পিএম
বর্ষবরণে ঢাবি ও শাহবাগ মেট্রো স্টেশন নিয়ে নির্দেশনা

নববর্ষে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং শাহবাগ স্টেশনে কোনো বিরতি থাকবে না। এছাড়া একই দিন বিকাল ৫টার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্ব সাধারণের প্রবেশও বন্ধ থাকবে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে , 

“শোভাযাত্রার জন্য সকাল ৮টা থেকে ১২ পর্যন্ত শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এছাড়া সর্ব সাধারণের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের সুযোগ থাকবে বিকাল ৫টা পর্যন্ত। এর পর বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।”

ব্রিফিংয়ে ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, 

“বিবর্তনমূলক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবারের উদযাপনে প্রতিফলিত হবে। এবারের আয়োজনে ২৮টি জাতিগোষ্ঠী যুক্ত হচ্ছে ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও থাকবে।”

এছাড়া এবার মঙ্গল শোভাযাত্রার বদলে আনন্দ শোভাযাত্রা হবে জানিয়ে ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ জানান, এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে উদযাপিত হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে