নগরকান্দায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

এফএনএস (মোঃ শওকত আলী শরীফ; নগরকান্দা, ফরিদপুর) : : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
নগরকান্দায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ফরিদপুরের নগরকান্দায় ট্রাক  ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই বন্ধু  নিহত হয়েছে।  সোমবার  রাত সাড়ে   ৮ টায় ঢাকা-খুলনা মহাসড়কের নাগারদিয়া নামক স্থানে  এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম সরদার (২২) নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে এবং শাওন মাতুব্বর (২৪) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে। গুরুতর আহত হয়েছে খালিদ শেখ (১৮) নামে আরেক যুবক । ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিব জুবায়ের জানান, রাত সাড়ে ৮ টায় দিকে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ১ জন আহত  হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, শাওন, খালিদ ও তাজিম নগরকান্দার জয়বাংলায় চা খেয়ে মোটর সাইকেলে অকটেন নেওয়ার  জন্য সুয়াদী   সিসিবিএল ফিলিং ষ্টেশনে  যাচ্ছিল। তাদের মোটর সাইকেলটি নাগারদিয়া নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে  সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্র তাজিম সরদার মারা যান।   তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক  শাওনকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক  আব্দুল্লাহেল বাকী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাজিম মারা গেছেন। ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর শাওন মারা যায় । এ ব্যাপারে আইন গত ব্যবস্থা গ্রহন করা হব ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে