ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে দাকোপে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ফিলিস্তিন ও বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে চালনা ডাকবাংলা মোড় থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল চালনা বাজার প্রদক্ষিন শেষে একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চালনা পৌর শাখার সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জাতীয়তাবাদী ছাত্রদল দাকোপ উপজেলার সদস্য সচীব রুমন আহমেদ, ইসলামী ছাত্র শিবির দাকোপ উপজেলা সভাপতি ইয়াসিন আরাফাত, দাকোপ উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি তরিকুল ইসলাম, খেলাফাত ছাত্র মজলিসের উপজেলা সভাপতি হাফেজ মোঃ জুবায়ের ইসলাম, ছাত্রনেতা রাজু সানা, রিফাত ইসলাম রিফাত, সুনাম খান, এস এম সাজিদ হোসেন, কারী আরাফাত জামিল, পারভেজ আলম, আতিক হোসেন শাওন, গাজী আবুল বাশার, প্রিন্স রাজ সোহানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ। সমাবেশে বক্তারা জালিম ইসরাইলের বিরুদ্ধে বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সমাবেশ শেষে গাজাবাসীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদনেতা হাফেজ মোঃ ইকবল হোসেন।