গলাচিপা শহরের কলেজ পাড়ায় বিদ্যুতের শকশার্কিটে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাতে (শুক্রবার দিবাগত রাতে) নাসিরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিস্টরা জানান। আগুনের খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের একটি টিম, বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রসরা অসিম মিয়ার ফলের দোকান, মিরাজের মুদি ও মনোহরী, গোপালের সেলুন, আবুল কালাম আকনের ডলফিন বাস কাউন্টার, ইলিয়াস হোসেনের স্টেশনারী, নাসির উদ্দিনের ভাতের হোটেল, মজিবর রহমানের স্টেশনারি, মনির হোসেনের স্টেশনারি ও খলিল মিয়ার চায়ের দোকান।
ঘর মালিক মাসুদুর রহমান বলেন,‘ শুক্রবার রাতে সবাই দোকান বন্ধ করে চলে যায়। পরে রাত ৪ টার দিকে রাস্তায় মানুষের আগুন আগুন বলে ডাকচিৎকার শুনে আমরা ছুটে আসি। আমাদের ডাক চিৎকার শুনে পাশেই অবস্থানরত সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যরা ছুটে আসে। তারাও জনগণের সাথে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের টিম ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।’
গলাচিপা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, ‘ বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি।’