খানসামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া প্রজেক্টর ফেরত নিলেন জেলা শিক্ষা অফিসার

এফএনএস (সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ০২:১৭ পিএম
খানসামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া প্রজেক্টর ফেরত নিলেন জেলা শিক্ষা অফিসার

দিনাজপুরের খানসামায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৩৩ টি মাল্টিমিডিয়া প্রজেক্টর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক এর নির্দেশে ফেরত নিলেন খানসামা উপজেলা শিক্ষা অফিসার হুমায়ুন কবির। গোবিন্দপুর রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাধীন এর সাথে এই বিষয়ে যোগাযোগ করলে তিনি জানান প্রজেক্টর  টি আমাদের স্কুলে গত ২০২৪ ইং সনের নভেম্বর মাসে উপজেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহ করি । এখন উপজেলা শিক্ষা অফিসার এর নির্দেশে আবার অফিসে ফেরত দিতে হলো । প্রজেক্টরটি ফেরত দেয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে হতাশা দেখা যায় । 

খানসামা উপজেলা শিক্ষা অফিসার হুমায়ুন কবির বলেন ইতোমধ্যে ১৩৩ টি প্রজেক্টর স্কুল থেকে সংগ্রহ করা হয়েছে , জেলা অফিসে পাঠানোর প্রস্তুতি চলছে।এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান হয়তো বিতরণ করা হয়েছিল ভূল তথ্যের ভিত্তিতে। 

প্রজেক্টর ফেরত নেওয়ার বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান আমি এই জেলায় পরে যোগদান করেছি ,আমি যোগদানের পূর্বে প্রজেক্টর গুলো দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূল বশত বিতরন করা হয়েছিল ,উপরের নির্দেশনা  মোতাবেক আবার জেলা অফিসের স্টোরে জমা করা হচ্ছে।পরবর্তী সিদ্ধান্ত পেলে এ বিষয়ে জানানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে