চাঁদার দাবিতে যুবদল নেতাকে হাতুরি পেটা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৮ এএম
চাঁদার দাবিতে যুবদল নেতাকে হাতুরি পেটা

দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় বালু ব্যবসায়ী রুহুল আমিন মৃধা নামের এক যুবদল নেতাকে হাতুরি পেটা করা হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে জেলার গৌরনদী উপজেলার সরিকল বন্দরে। আহত রুহুল আমিন মৃধা উপজেলা যুবদলের সদস্য ও সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মৃধার ছেলে। আহত যুবদল নেতা জানিয়েছেন, গত কয়েকদিন যাবত বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের বারোকানি গ্রামের চিহ্নিত সন্ত্রাসী শিপন ও নাঈম জমাদ্দার নামের দুই সন্ত্রাসী তার (রুহুল আমিন) কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। তাদের দাবিকৃত চাঁদার দিতে অস্বীকার করায় শিপন ও নাঈমের নেতৃত্বে অর্তকিতভাবে হামলা চালিয়ে হাতুরি পেটা করে। এসময় হামলাকারীরা তার (রুহুল) সাথে থাকা প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়েছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে