চাঁদপুর শহরের পুরাণ বাজারে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ তালিকাভুক্ত ৪ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ১৩ এপ্রিল ২০২৫ তারিখ রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার এলাকা থেকে ০৪জন মাদক ব্যবসায়ী রাসেল (৩৬), আরিফ (২৭), মাসুদ (৩০) এবং রোজাফর মিয়া (৩৫)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে আরো বলা হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।