কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

এফএনএস (মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ০৪:০১ এএম
কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্রো উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে কালীগঞ্জ পৌরসভা ও সাতটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া হুমায়ুন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,প্রমুখ।

এই সময় অন্যান্যের মাঝে উপজেলা সমবায় অফিসার মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা কাজী মো. ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হরমুজ আলীসহ বিভিন্ন ইউনিয়ন কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাগণ।


ছবির ক্যাপশন ঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ইউএনও তনিমা আফ্রাদ।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে