সীতাকুণ্ড প্রেস ক্লাবে ফিলিস্তিনের জন্য দোয়া মাহফিল

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ০৬:৩০ পিএম
সীতাকুণ্ড প্রেস ক্লাবে ফিলিস্তিনের জন্য দোয়া মাহফিল

ইসরায়েলি বর্বরতায় নিহত ফিলিস্তিনিদের রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় সীতাকুণ্ড প্রেসক্লাবে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল ১২ এপ্রিল শনিবার সন্ধ্যা মাগরীবের নামাজের পর শহীদ ওয়াসীম আকরাম মিলনায়তনে সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি এর পরিচালনায়  এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সীতাকুণ্ড কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুরুন্নবী বলেন, ইজরাইল কোন দেশ ছিলনা। তারা ফিলিস্তিনে আশ্রয় নিয়ে আজ তাদের উপর বোম্পিং করছে। ফিলিস্তিনের গাজায় নির্মম গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ করে দিয়ে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি এবং গাজাবাসীকে দুর্ভিক্ষের মুখে ফেলেছে। ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যায় মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের জোরালো ভূমিকা রাখা উচিত। অনুষ্ঠানে ফিলিস্তিনে শহীদের জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন সীতাকুণ্ড মাদ্রাসা মসজিদের ইমাম হাফেজ শাহনেওয়াজ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক আ ফ ম বোরহান উদ্দিন, উপদেষ্টা আতাহার সিদ্দিক খসরু, বিএনপি নেতা মোজাহের উদ্দিন আশরাফ, মোঃ শহীদুল্লাহ ভূঁইয়া, ব্যাংকার মুহিবুল হক, মাষ্টার হাসান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে