খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি) : : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৮ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি-পানছড়ি সড়ক দ্রুত সংস্কার বা পুনঃ নির্মাণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে পানছড়ি উপজেলার সর্বসাধারণ এর আয়োজনে মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে অতিদ্রুত সড়কটি সংস্থার করা না হলে সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয় পানছড়ি সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসাইন এর সঞ্চালনায় পানছড়ি বাজার কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আল আমিন এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি কমিটির সভাপতি অ্যাড. জসিম উদ্দিন মজুমদার, জেলা ছাত্র দলের সভাপতি শাহেদুল আলম সুমন, খাগড়াছড়ি কলেজের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, পানছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র সমন্বয়ক মনির হোসেন, সিএনজি ও মাহিন্দ্র সমিতির সভাপতি সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এসময় বক্তারা দাবি জানান, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের অবস্থা প্রায় দীর্ঘ তিন বছরের অধিক সময় ধরে। বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার স্বর্থেও পানছড়ি রাস্তার কোনো সুরাহা হয়নি। প্রায় ২৫ কি.মি. রাস্তায় অন্তত হাজারের অধিক গর্ত খানা-খন্দে পরিণত হয়েছে। রাস্তার এই বেহাল অবস্থার যদি আগামী ১০জানুয়ারির মধ্যে দ্রুত সংস্কার করা না হয় অনতিবিলম্বে সর্বসস্তরের জনগণদের সাথে নিয়ে সড়ক ঘেরাাও সহ কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে হুশিয়ার করা হয়। মানববন্ধন শেষে অন্তবর্তীকালীন সরকার বরাবর খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে